প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ১৩:৩৭
মতলব উত্তরে পল্লী বিদ্যুতের মালামাল নিয়ে ট্রাক্টর উল্টে ক্যানেলে
![মতলব উত্তরে পল্লী বিদ্যুতের মালামাল নিয়ে ট্রাক্টর উল্টে ক্যানেলে](/assets/news_photos/2021/08/30/image-4664-1630309207bdjournal.jpg)
মতলব উত্তরে পল্লী বিদ্যুতের মালামাল নিয়ে যাওয়ার পথে ট্রাক্টর উল্টে ক্যানেলে পড়ে যায়। এ সময় ৪ জন মারাত্মকভাবে আহত হয়। সোমবার
|আরো খবর
উপজেলার সম্ভুখার ব্রীজ সংলগ্ন সিপাই কান্দি বেড়ীবাঁধ ওপর এ ঘটনাটি ঘটে।
জানা যায়,মতলব উত্তর উপজেলার সম্ভুখার ব্রীজ সংলগ্ন সিপাই কান্দি বেড়ীবাঁধ এর উপর থেকে গাড়ীর থেকে বডির পেছনের অংশ ছুটে গাড়ীটি দুই ভাগ হয়ে ক্যানেলে পরে যায়।গাড়ীটি আলিগঞ্জ পল্লী বিদ্যুতের খুটি নিয়ে ষাটনল যাচ্ছিল। গাড়ীতে থাকা ড্রাইভার সহ ০৪ জন মারাত্মকভাবে আহত হয় । তাদের কে চিকিৎসার জন মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।