প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ২০:৫৪
শোক দিবসে ১৪নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া
চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ মালেক শেখ ও যুগ্ম আহ্বায়ক শফিকুল ও ইকবাল হোসেন বাবু পাটওয়ারীর নির্দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট রবিবার শিলন্দিয়া বাইতুল কারিম জামে মসজিদ ও মঠখোলা আল মদিনা জামে মসজিদে বাদ আছর এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মোস্তফা কামাল, সাধারন সম্পাদক মোঃ আমিন খান, সহ-সভাপতি সঞ্জয় কুমার দে, সাংগঠনিক সম্পাদক মাসুদ মাল, ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক মোঃ টিটু খান, যুবলীগ সদস্য রাসেল হাজরা, শাহজাহান খান, ইকবাল খান, শুক্কুর খান, মনির হোসেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন আল মদিনা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সোলেমান।