প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ১৮:৫৪
হাইমচর উপজেলা আওয়ামী লীগের শোক দিবস পালন
![হাইমচর উপজেলা আওয়ামী লীগের শোক দিবস পালন](/assets/news_photos/2021/08/15/image-3659-1629032154bdjournal.jpg)
হাইমচর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন আদর্শ মহানপুরুষ। যার আদর্শের আদর্শিত হল বাঙালি জাতি। আর এ আদর্শকে যারা অনুসরণ করেছে তারাই আজ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আরো বলেন, সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে নিবেদিত ত্যাগী কর্মীরাই দলের সকল কর্মসূচিতে অংশ নেয়, সকলকে মতবেদ ভুলে ডাঃ দীপু মনি এমপি র পক্ষে কাজ করার আহবান জানান।
|আরো খবর
১৫ আগস্ট জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজন আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাজাহান মিয়ার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ মাকসুদ আলম খানের পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান চৌকিদার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি আহমেদ দেওয়ান, বাচ্চু মিয়া খান। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শোক রেলী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পণ এবং হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।
বেলা ১১টায় আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা, শিক্ষামন্ত্রীর সু-স্বাস্থ্য কামনা ও দলীয় নেতাকর্মী যারা অসুস্থ্য উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, সহসভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী তাদের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।