বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ২০:৫২

কুমিল্লায় টিকা কর্মসূচিতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা

অনলাইন ডেস্ক
কুমিল্লায় টিকা কর্মসূচিতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা

কুমিল্লায় করোনা টিকাদন কর্মসূচি পরিদর্শন করেন সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কুমিল্লা নগরের কান্দিরপাড় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের কেন্দ্র পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে প্রধান অতিথি বক্তব্যেোখেন, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় সহ-সভাপতি সালেহ আহমেদ টুটুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম. আজিম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম নাফিউল করিম নাফা, উপ-প্রচার সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বিপ্লব, সদস্য ডাঃ রাজিব কুমার সাহা।

নগর আওয়ামী লীগের কার্যালয়ে নগর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, শাহজাদা টুটুলসহ অন্যান্যরা। টিকাদান কর্মসূচিতে বক্তারা বলেন, এই টিকা "সম্পূর্ণ নিরাপদ"। "ভ্যাকসিন নিয়ে কোন সমালোচনা চাই না। বাংলাদেশ সরকার মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দিচ্ছে।

এর আগে তিতাসে শনিবার সকালে তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নে এ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্ববায়ক মোসলেহ উদ্দিন মোসলেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ আহমেদ টুটুল ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম. আজিম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম নাফিউল করিম নাফা, উপ-প্রচার সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বিপ্লব, সদস্য ডাঃ রাজিব কুমার সাহা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়