বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ২০:৫৪

কুমিল্লার দেবীদ্বারে সংসদ সদস্য রাজী ফখরুলের ৮০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

অনলাইন ডেস্ক
কুমিল্লার দেবীদ্বারে সংসদ সদস্য রাজী ফখরুলের ৮০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

কুমিল্লার দেবীদ্বারে করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদানের লক্ষে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ৮০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন।

রোববার দুপুরে নিউমার্কেট রর ‘মাহবুব প্রাঙ্গনে’ ও দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ৫০ লিটারে (বড় সাইজ) ২০ টি অক্সিজেন সিলিন্ডার এবং মাঝারি সাইজের আরো ৬০ টি অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হ্যালো ছাত্রলীগ, হ্যালো স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। এর আগে ‘মাহবুব প্রাঙ্গনে’ প্রস্তাবিত মাহবুব প্রাঙ্গনে ৩০ বেডের করোনা ইউনিট পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির, থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী, ‘মাহবুব প্রাঙ্গন’র স্বত্বাধিকারী নাবিল মাহমুদ, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামিম, প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ ময়নাল হোসেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান সুমন, ইউপি চেয়ারম্যান শোহরাব হোসেন, ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ সাদ্দাম হোসেন, পৌর যুবলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম কাজী সুমন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল, কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক কাজী সিহাব, পৌর ছাত্রলীগ সভাপতি মোঃ সাব্বির আহাম্মদ পলাশ, সাধারন সম্পাদক নাজমুল হাসানসহ আওয়ামীলীগ, অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফকরুল জানান, দেবীদ্বারে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারন করায় করোনা রোগীদের চিকিৎসা সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ বেডের করোনা ইউনিটে রোগী সংকুলান না হওয়ায়, মাহবুব প্রাঙ্গনে ৩০ বেডের করোনা ইউনিট চালু করা হচ্ছে। আগামী শুক্রবার থেকে এ ইউনিটে রোগী ভর্তি করা যাবে বলে আমরা আশাবাদি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়