প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৯
শ্রীনগরে টানা দুূূূদিনের বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত
মুন্সীগঞ্জ শ্রীনগরে ৩-৪ সেপ্টেম্বর টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলসহ ফসলের জমি। ভুক্তভোগী মহল জানান, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ও খালগুলোর মুখ বন্ধ থাকায় একটুখানি বৃষ্টিতে নিম্ন এলাকায় পানিতে জমিতে রোপণকূত ধান,পাট,শাক, সবজিসহ বাড়িঘর, বিদ্যালয় খেলার মাঠ খাল, ঝিল, দেখলে মনে হয় বন্যার সৃষ্টি হয়েছে। এমনই একটি অঞ্চলের নাম বাঘরা ইউনিয়ন।
|আরো খবর
এ এলাকার ভুক্তভোগী মহল জানান, এ জলাবদ্ধতার সমস্যা সমাধানে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অবগত করা হয়ছে। তবে সমস্যার সমাধান হয়নি । এ ব্যাপারে বাঘরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বারআক্কাস বেপারী জানান , তার এলাকায় বৃষ্টি হলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায়। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি, ৪ নম্বর ওয়ার্ড এলাকার মেম্বার নুরুজ্জামান এ প্রতিনিধিকে জানান, ঘটনাটি সত্যতা ভুক্তভোগীগণ ইউনিয়ন পরিষদকে অবগত করেছেন।
তিনি এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি)কে অবগত করলে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছিলেন। নতুন সহকারী কমিশনার (ভূমি) অল্প কদিন হয় তিনি যোগদান করেছে এখনো এই ব্যাপারে তার সাথে আলোচনা হয়নি ।
আলোচনা করে সমস্যার সমাধান করতে পারবেন বলে তিনি আশাবাদী।