বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৩:১৮

কুমিল্লায় ‘হ্যালো স্বেচ্ছাসেবকলীগ অক্সিজেন সার্ভিস’ উদ্বোধন

অনলাইন ডেস্ক
কুমিল্লায় ‘হ্যালো স্বেচ্ছাসেবকলীগ অক্সিজেন সার্ভিস’ উদ্বোধন

কুমিল্লার দেবীদ্বারে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের অর্থায়নে ৩০ সিলিন্ডার নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ‘হ্যালো স্বেচ্ছাসেবকলীগ অক্সিজেন সার্ভিস’ উদ্বোধন করা হয়েছে। জুলাই সোমবার দেবীদ্বার পুরাতন বাজারে অক্সিজেন সার্ভিস উদ্বোধন করেন দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ সাইফ উদ্দিন রনী ও দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ‘হ্যালো স্বেচ্ছাসেবকলীগ’ এর সমন্নয়ক মোঃ সাদ্দাম হোসেন।

এ সময় উপস্থিত চিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাংবাদিক মাহমুদুল হাসান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী কাউসার, সহ-সভাপতি মোঃ বাসির মোল্লা, মোঃ সোহাগ, যুগ্ম-সাধারন সম্পাদক জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল আলম, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মাসুদ, মোঃ সজিব, মোঃ রুবেল হোসেনসহ আরো অনেকে।

হ্যালো স্বেচ্ছাসেবকলীগ টিমের সমন্বয়ক মো. সাদ্দাম হোসেন জানান, দেবীদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এর অর্থায়নে ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশে আপাতত ৩০টি সিলিন্ডার দিয়ে আমাদের কার্যক্রম শুরু করেছি। চারদিক থেকে প্রচুর ফোন আসছে। অক্সিজেনের হাহাকার দেখেছি নিজের চোখে। আমরা ফোন পাওয়ার সাথে সাথে ঠিকানা জেনে যত দ্রুত সম্ভব অক্সিজেন পৌছে দিচ্ছি। আমাদের রয়েছে ৫১ জন স্বেচ্ছাসেবী সদস্য। যারা দিন রাত পরিশ্রম করছেন। অক্সিজেন সিলিন্ডার খালি হলে তা সংগ্রহ করা, খালি সিলিন্ডার রিফিল করা, ফোন কল রিসিভ করা, বাড়ি বাড়ি পৌছে দেয়াসহ প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সদস্য রয়েছেন। আমরা এ পর্যন্ত প্রায় অর্ধশত মানুষকে এ সেবার আওতায় এনেছি। অক্সিজেনের অভাবে যাতে কোন মানুষ মৃত্যুর কোলে ঢলে না পড়েন সে দিকে শতভাগ খেয়াল রাখছি। এ জন্য জরুরি প্রয়োজনে একটি হেল্পলাইন নম্বর খোলা হয়েছে, যা দিনরাত ২৪ ঘণ্টা সচল থাকবে। নম্বরটি হলো ০১৩০৩০৫৯৪০৯।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়