শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২১ জুন ২০২১, ১৫:০২

মতলব দক্ষিণে ২ দিনব্যাপি ইউনিক আইডি ডাটাবেজ ইনপুট বিষয়ক কর্মশালার উদ্বোধন

রেদওয়ান আহমেদ জাকির ও মুহাম্মদ আরিফ বিল্লাহ
মতলব দক্ষিণে ২ দিনব্যাপি ইউনিক আইডি ডাটাবেজ ইনপুট বিষয়ক কর্মশালার উদ্বোধন

মতলব দক্ষিণ উপজেলার স্কুল কলেজের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সিআরভিএস-এর ব্যবস্থাপনায় ইউনিক আইডি কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের জন্য ২ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। আজ ২১ জুন সকাল ৯ টা হতে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে । প্রশিক্ষণটি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমে ব্যানবেইস বাস্তবায়ন করছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রহিম খানের সঞ্চালনায় এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন মতলব দক্ষিণ উপজেলার স্কুল ও কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং তথ্য প্রযুক্তি বিষয়ক শিক্ষক। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রহিম খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আছিয়া আক্তার ও মতলব গঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মোজাহের হোসেন। ব্যানবেইসের ট্রেনিং সার্ভারের মাধ্যমে উপস্থিত সবাইকে শিক্ষার্থীদের ইউনিক আইডিতে ডেটা এন্ট্রি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাঁর বক্তব্যে বলেন, ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের একটি সমৃদ্ধ ডেটাবেজ তৈরি, এটি সরকারের প্রশংসনীয় উদ্যোগ। এ কাজটি সফলভাবে বাস্তবায়নের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সঠিকভাবে শিক্ষার্থীদের তথ্য ইনপুট দিতে হবে। কারণ এই ডেটাবেজের উপর ভিত্তি করে ভবিষ্যতে শিক্ষার্থীরা তাদের সকল নাগরিক সুযোগ সুবিধা পাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়