প্রকাশ : ২১ জুন ২০২১, ১০:৪০
সারাদেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধ হচ্ছে
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহণ বিষয়ক জাতীয় টাস্কফোর্স। রবিবার (২০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে সড়ক পরিবহণ বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারাদেশে রিকশা-ভ্যানের ভেতরে ব্যাটারিচালিত মোটর লাগিয়ে রাস্তায় চলছে। সামনের চাকায় শুধু ব্রেক। পেছনের চাকায় কোনো ব্রেক নাই কিংবা ব্রেকের ব্যবস্থা থাকলেও অপ্রতুল। সেগুলো যখন ব্রেক করে প্যাসেঞ্জারসহ গাড়ি উল্টে যায়। এ দৃশ্য আমরা দেখেছি। আমরা দেখেছি হাইওয়েতেও এ রিকশা চলে এসেছে।’
মন্ত্রী আরও বলেন, ‘সে জন্য আমরা সারাদেশে, এই ধরনের ব্যাটারিচালিত রিকশাকে যারা ইঞ্জিন দিয়ে রূপান্তর করেছিলেন, সেই সমস্ত রিকশা-ভ্যান বন্ধ করার সিদ্ধান্ত আজকের সভাতে হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আদেশ জারি হবে।’
এছাড়া টোল বা রাজস্ব আদায় বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, সরকার কিংবা কর্তৃপক্ষ নির্ধারিত টোল বা রাজস্ব নির্ধারিত টার্মিনাল থেকেই আদায় করতে হবে। যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে কোনও চাঁদা আদায় করা যাবে না। পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দিতে হবে।
এছাড়া, মোটরসাইকেলে কোনোভাবেই চালকসহ দুই জনের বেশি যেন উঠতে না পারেন সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান আসাদু্জ্জামান খান কামাল।