শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ১৬:৫৪

মতলব দক্ষিণে ঈদ উল আযহায় ১৭টি গরুর বাজার

রেদওয়ান আহমেদ জাকির
মতলব দক্ষিণে ঈদ উল আযহায় ১৭টি গরুর বাজার

মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে একটি পৌরসভাসহ ৬টি ইউনিয়নে ১৭টি কুরবানী গরু-ছাগলের হাট বসবে বলে জানা যায়।

জানা যায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরু বিক্রেতারা দেশী গরু বাজারে নেওয়ার জন্য প্রস্তুত। উপজেলায় গরুর বাজার বসছে। বাজারগুলোতে ভারতীয় গরুর চাইতে দেশীয় গরুর উপস্থিতি বেশী । তবে গত বছরের তুলনায় এ বছরে গরুর দাম অনেক বেশী। কেউ কেউ আবার অনলাইনেও গরু কিনে ফেলেছে।

স্বাস্থ্যবিধি মেনে কুরবানীর হাট বসবে। বাজারগুলো হচ্ছে- উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পিতাম্বরদী গরুর বাজার, পেয়ারীখেলা গরুর বাজার, নাউজান চুন্নু মার্কেট গরুর বাজার, ঘোনা উত্তরপাড়া খোলামাঠ গরুর বাজার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর গরুর বাজার, শাহপুর মোড়ে গরুর বাজার, নায়েরগাঁও গরুর বাজার, নারায়নপুর ইউনিয়নের পয়ালী গরুর বাজার, জোরপুল গরুর বাজার, কালিকাপুর আনন্দবাজার গরুর বাজার, চারটভাঙ্গা গরুর বাজার, চিরায়ু আড়ং বাজার, উপাদী উত্তর ইউনিয়নের নওগাঁও গরুর বাজার, উপাদী গরুর বাজার, বহরী আড়ং বাজার, উপাদী দক্ষিণ ইউনিয়নের পিংরা গরুর বাজার, মাষ্টার বাজার গরুর বাজার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসবে। ৬টি ইউনিয়নে ১৭টি কুরবানীর পশুর হাট রয়েছে। এর মধ্যে ৮টি বাজার ইজারা ও ৯টি বাজার খাস কালেকশানের মাধ্যমে দেওয়া হয়। প্রত্যেকটি বাজারেই ১টি প্রবেশপথ ও ১টি বাহির হওয়ার পথ বাধ্যতামূলক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেকটি বাজার দেখাশুনা করবেন। কোনো অবস্থাতেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা যাবে না। বাজারগুলোর প্রবেশ ও বাহির পথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। ক্রেতা বিক্রেতাদের শতভাগ মাস্ক ব্যবহার করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়