শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ০২:১০

২শ বছর পর সড়কে জ্বললো বাতি

কামরুজ্জামান টুটুল
২শ বছর পর সড়কে জ্বললো বাতি
২শ বছর পর সুইচ টিপে চরবাড়ির সড়কে সড়ক বাতির উদ্বোধন করছেন হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। ছবি: চাঁদপুর কন্ঠ

২শ বছর পর বাড়ির রাস্তা হলো আর রাস্তা ত্রৈরি শেষে সেই সড়কে জ্বললো বাতি। বুধবার আনুষ্ঠানিকভাবে সুইচ টিপে সড়ক বাতি জ্বালানো হলো। এর আগেই সড়কটি করা হয়েছে। এসবই করেছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল অলম লিপন। হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের  বদরপুর গ্রামের চর বাড়ি নামে খ্যাত বাড়িটি। এ বাড়িতে প্রায় ৫০ টি পরিবারের বাস।

খোঁজ নিয়ে জানা যায়, প্রথম শ্রেনির পৌরসভার মধ্যে বাস করে ও চর বাড়ির প্রায় ৫০ টি পরিবার প্রায় ২শ বছর ধরে আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাকা সড়কে উঠতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদামাটি আর হাটু সমান পানি মাড়িয়ে চলাচল করতে হতো পরিবারগুলোকে। বেশ কয়েক বছর আগে বর্তমান মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন তার গত কার্যকালে চর বাড়ির নিজস্ব বিরোধ মিটিয়ে আরসিসি ঢালাই দিয়ে পাকা সড়ক করে দেন।  পারিবারিক এমন বিরোধকে মিটিয়ে রাস্তা করে দেয়ার কারনে সেই সময় স্থানীয়ভাবে বেশ বাহবা পান এই মেয়র।  

পৌরসভার অর্থায়নে সর্বশেষে বুধবার তিনি চরবাড়ির সড়কে ১২টি সড়ক বাতির উদ্ধোধন করে আবারো এলাকাবাসীর নজরে আসেন পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন।

সড়ক বাতি উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর মনির হোসেন কাজী,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম মজুমদার, চর বাড়ির প্রবীন লোক মো. আব্দুর রশিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইদ্রিস মিয়া, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. মাহবুবর রশিদসহ অন্যান্য কর্মকর্তা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার বাগু এবং মো. দুলাল হোসেন, জিতু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইমাম হোসেন প্রমূখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়