মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ২০:৫৬

হাজীগঞ্জ পৌরসভায় দুঃস্থ ও অসহায় নারীদের পোশাক তৈরি প্রশিক্ষণ

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জ পৌরসভায় দুঃস্থ ও অসহায় নারীদের পোশাক তৈরি প্রশিক্ষণ

হাজীগঞ্জ পৌর এলাকার দুঃস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে নারী ও শিশুদের পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পৌরসভার আয়োজনে ও জিআইসিডি কনসালটেন্সি সার্ভিসেস, আইইউজিআইপির সহযোগিতায় বিনামূল্যের এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

সোমবার (১০ মার্চ ২০২৫) পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারের সঞ্চালনায় পৌর হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর প্রশাসকের সহায়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, আইইউজিআইপির সিডিএ আশেয়া আক্তার, প্রশিক্ষক ফাতেমা আক্তার লাভলী ও তাহমিনা নুসরাত।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর প্রশাসকের সহায়ক ও উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইদ্রিস মিয়া ও মো. মাহবুবুর রশিদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উচ্চমান সহকারী মো. আব্দুল লতিফসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়