শুক্রবার, ২১ মার্চ, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১৯:১১

সেলাই মেশিন বিতরণ

হাজীগঞ্জ পৌরসভায় নারীদের পোশাক তৈরি প্রশিক্ষণ সম্পন্ন

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জ পৌরসভায় নারীদের পোশাক তৈরি প্রশিক্ষণ সম্পন্ন
হাজীগঞ্জ পৌরসভায় নারীদের পোশাক তৈরি প্রশিক্ষণশেষে সেলাই মেশিন বিতরণ করছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনসহ অন্যরা। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জে পৌর এলাকার দুঃস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে নারী ও শিশুদের পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও সেলাই মেশিন তুলে দেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

পৌরসভার আয়োজনে ও জিআইসিডি কনসালটেন্সি সার্ভিসেস, আইইউজিআইপির সহযোগিতায় পৌরসভা এলাকার দুঃস্থ ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারী ও শিশুদের পোশাক তৈরি বিষয়ক বিনামূল্যের এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।

পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারের সঞ্চালনায় পৌর হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর প্রশাসকের সহায়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান ও আইইউজিআইপি প্রকল্পের সিডিএ আশেয়া আক্তার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রশিক্ষক ফাতেমা আক্তার লাভলী, প্রশিক্ষণার্থী মহিমা আক্তার ইশা, তানজিনা ইসলাম ও মেহেরুন নেছা। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন মাও. মাহবুবুর রহমান। বক্তৃতা পর্বশেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পৌর সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইদ্রিস মিয়া ও মো. মাহবুবর রশিদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উচ্চমান সহকারী মো. আব্দুল লতিফসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়