প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১৯:১১
সেলাই মেশিন বিতরণ
হাজীগঞ্জ পৌরসভায় নারীদের পোশাক তৈরি প্রশিক্ষণ সম্পন্ন

হাজীগঞ্জে পৌর এলাকার দুঃস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে নারী ও শিশুদের পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও সেলাই মেশিন তুলে দেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
পৌরসভার আয়োজনে ও জিআইসিডি কনসালটেন্সি সার্ভিসেস, আইইউজিআইপির সহযোগিতায় পৌরসভা এলাকার দুঃস্থ ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারী ও শিশুদের পোশাক তৈরি বিষয়ক বিনামূল্যের এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।
পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারের সঞ্চালনায় পৌর হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর প্রশাসকের সহায়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান ও আইইউজিআইপি প্রকল্পের সিডিএ আশেয়া আক্তার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রশিক্ষক ফাতেমা আক্তার লাভলী, প্রশিক্ষণার্থী মহিমা আক্তার ইশা, তানজিনা ইসলাম ও মেহেরুন নেছা। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন মাও. মাহবুবুর রহমান। বক্তৃতা পর্বশেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পৌর সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইদ্রিস মিয়া ও মো. মাহবুবর রশিদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উচ্চমান সহকারী মো. আব্দুল লতিফসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।