শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ২০:১১

নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
অনলাইন ডেস্ক

নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা কমিটি সংগঠনের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছেন। বুধবার (১ ডিসেম্বর) চাঁদপুর সরকারি কলেজ গেট থেকে শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু চত্বরে আলোচনা সভায় মিলিত হন।

সংগঠনের সভাপতি এমএ লতিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মোঃ নুরুল আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের দেশে নিরাপদ সড়কের দাবিতে ইলিয়াস কাঞ্চন নিরলস কাজ করে চলেছেন। তার এই আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ সড়ক আন্দোলন জাতীয়করণ করেছেন। এখন নিরাপদ সড়ক সকলের দাবি। তবে এ দাবি মুখে তুললেই হবে না। সড়কে চলাচলে আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে । তিনি আরো বলেন, রাস্তায় চলাচলের ট্রাফিক আইন মেনে চলতে হবে। যাত্রী হিসেবে তাদেরও দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব মেনেই গাড়িতে ওঠা নামা করতে হবে।তাহলেই সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।

সভায় নিসচার জেলা সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহম্মেদ রাসেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ প্রতিনিধি উদ্ভিদ বিভাগের অধ্যাপক কামরুল হাছান, সংগঠনের জেলা সহ-সভাপতি মাওলানা মোঃ আবদুর রহমান গাজী, মোঃ শওকত করিম, সহ-সাধারণ সম্পাদক মুসাদ্দেক আল আকিব, দপ্তর সম্পাদক মামুন শনি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রকাশনা সম্পাদক এমএ খালেক।

শোভাযাত্রায় অংশ নেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক সুজয় চৌধুরী লিটন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী শেখ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ফরহাদ আলম, যুব বিষয়ক সম্পাদক এম আই দিদার, সদস্য বাদশা ভূঁইয়া, আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের কোষাধক্ষ্য মোঃ শফিউল্লাহ মিয়া এবং চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা সহ চাঁদপুর শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়