শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২১, ২১:০৩

পুনর্বাসনের নিমিত্তে ভিক্ষুকদের সাথে সাক্ষাৎ করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
পুনর্বাসনের নিমিত্তে ভিক্ষুকদের সাথে সাক্ষাৎ করলেন জেলা প্রশাসক

সমাজসেবা অধিদফতরের আওতাভুক্ত ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় চাঁদপুর পৌরসভা এবং সদর উপজেলার ভিক্ষুকদের পুনর্বাসনের নিমিত্তে সাক্ষাৎকার নেয়া হয়েছে। ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সংক্রান্ত জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক চাঁদপুর অঞ্জনা খান মজলিশ এতে সভাপতিত্ব করেন।

সভায় তালিকাভূক্ত ১৭ জনের মধ্যে উপস্থিত ১০ জন ভিক্ষুকের সাথে জেলা প্রশাসক সরাসরি কথা বলেন। তারা কেউ রিকশা ভ্যান, কাপড়ের ভ্রাম্যমাণ দোকান, টং দোকান, ক্ষুদ্র ব্যবসা, গাভী পালন ইত্যাদি চাহিদার কথা জেলা প্রশাসককে জানান।

জেলা প্রশাসক সকলকেই পুনর্বাসনের জন্য উপকরণ সহায়তা দেয়ার জন্য আশ্বস্ত করেন। সভায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, উপজেলা সমাজসেবা অফিসার, চাঁদপুর সদর মোঃ জামাল উদ্দিন, শহর সমাজসেবা অফিসার, চাঁদপুর মোঃ মনিরুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়