রবিবার, ২৩ মার্চ, ২০২৫  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ২১:৫৯

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে

--শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন

অনলাইন ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন বলেছেন, গণহত্যাকারীদের বিচার, সাংবিধানিক সকল প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার এবং দ্রুততম সময়ে নির্বাচন সব ক'টি বিষয় আমাদের কাছে সমান। ৫ আগস্ট যেনোতেনো একটি নির্বাচনের জন্যে হয়নি। বরং ৫৩ বছরের অপশাসন, অপরাজনীতি, দুর্নীতি, দুঃশাসন, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে একটি রাজনৈতিক নতুন বন্দোবস্ত তৈরির জন্যেই ছাত্রজনতা নির্দ্বিধায় জীবন দিয়েছিল এবং একটি সফল বিপ্লব সংঘটিত হয়েছে। জুলাই-আগস্টের করুণ চিত্র আমরা ভুলে যাইনি। এখনো মুগ্ধের পানি লাগবে পানি লাগবে সেই শব্দ আমাদের কানে ভাসছে। এখনো আবু সাইদকে গুলি করার দৃশ্য আমাদের চোখের সামনে দৃশ্যমান হয়ে আছে । এখনো আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাইয়ের ১৮ জুলাইর সেই ঐতিহাসিক বক্তব্য 'এই নরপিশাচ তুই আমার সন্তানের বুকে কেনো গুলি মারলি'। ৪ আগস্ট শাহবাগে ছাত্র-জনতার উত্তাল তরঙ্গে দাঁড়িয়ে শায়খে চরমোনাইর ঐতিহাসিক ঘোষণা 'আগামীকাল আমরা গণভবন ঘেরাও করবো, জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দেবো, এই জালিম হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না' এই শব্দগুলো আমরা ভুলে যাইনি। দুই হাজার শহীদ, ৩০ হাজারের উপরে পঙ্গুত্বের জীবন যারা ঘটিয়েছে, তাদের বিচারের পূর্বে রিফাইন্ড আওয়ামী লীগ নামে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, এটা তো শহীদদের রক্তের সাথে, শহীদ পরিবারের সাথে বেঈমানি ছাড়া আর কিছুই নয়। এরা কারা এদেরকে চিহ্নিত করতে হবে।

শুক্রবার (২১ মার্চ ২০২৫) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে কল্যাণময় সমাজ ও রাষ্ট্রগঠনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা ভেবেছিলাম আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আবার ঐক্যবদ্ধভাবে আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো তৈরি করবো, যেখানে থাকবে না কোনো অবিচার জুলুম নির্যাতন, থাকবে না কোনো হানাহানি, মারামারি, চাঁদাবাজি, দখলদারি। এটাই ছিলো আমাদের প্রত্যাশা।

আসুন ক্ষমতার নেশা পরিহার করে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে শান্তি ও নিরাপদ অভয়াশ্রম হিসেবে গড়ে তুলি। যেখানে মানুষ শান্তি ও নিরাপত্তা পাবে, যেখানে মানুষ তার নাগরিক অধিকার নিয়ে বসবাস করতে পারবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, খেলাফত মজলিস চাঁদপুর জেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সেক্রেটারি কাদের পলাশ, চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর দর্পণ সম্পাদক শরীফ চৌধুরী ও সাংবাদিক আবদুল আউয়াল রুবেল।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদ সানির পরিচালনায় আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, জেলা বিএনপির প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন, খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ, গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা আহ্বায়ক কাজী রাসেল ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করতে হবে। ফিলিস্তিনে মুসলিম গণহত্যা বন্ধ ও ইসরাইলকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে ফ্যসিবাদের পুনরুত্থান সহ্য করা হবে না।

আলোচনা শেষে সভাপতির দোয়া ও ইফতারের মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়