শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ২১:৫৮

বাগাদীতে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন গাজী

আমি পুনরায় নির্বাচিত হলে আরো ব্যাপক কর্মসূচি গ্রহণ করবো

সোহাঈদ খান জিয়া
আমি পুনরায় নির্বাচিত হলে আরো ব্যাপক কর্মসূচি গ্রহণ করবো

আগামীকাল ১১ নভেম্বর দ্বিতীয়ধাপে অনষ্ঠিতব্য চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও একাধিক উঠোন বৈঠক করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ বেলযেত হোসেন গাজী বিল্লাল।

৯ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে উঠোন বৈঠক গণসংযোগ করেন তিনি। এছাড়াও দুপুর ২টায় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ বেলযেত হোসেন গাজী বিল্লালের পক্ষে যুবলীগ, ছাত্রলীগ, কর্মী ও সমর্থকরা ইউনিয়নে মোটরসাইকেল, পিকআপ, অটোরিক্সা নিয়ে মিছিল ও গণসংযোগ করেন।

৮নং ওয়ার্ডের বাগাদী দিঘিরপাড়ে উঠোন বৈঠকে ডাঃ রুহুল আমিন গাজীর সভাপতিত্বে এবং মোঃ বিল্লাল পাটওয়ারী পরিচালনায় বক্তব্য রাখেন তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন গাজী।

এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আবারো আপনাদের সেবা করার জন্য আমাকে পাঠিয়েছেন। ইতিপূর্বেও আপনারা আমাকে আরো পাঁচবার ভোট দিয়েছেন। এরমধ্যে আমি তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপনাদের সেবা ও ইউনিয়নের উন্নয়নে কাজ করেছি। আমি চেয়ারম্যান থাকা অবস্থায় আপনাদের পাশে ছিলাম, চেয়ারম্যান না থাকা অবস্থাও আপনাদের পাশে ছিলাম।

তিনি আরো বলেন, ইউনিয়নের কিছু রাস্তাঘাট রয়েছে সেগুলো পাকাকরণ, প্রতিটি শিশু যেন বিদ্যালয়ে পড়ার সুযোগ পায় সেই লক্ষ্যে শিক্ষাবান্ধব ও শিক্ষা সহায়তা কার্যক্রম গ্রহণ করবো, গ্রামেরর গরিব ও অসহায় নারীদের আয়ের উৎস করার জন্য প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থ্যা করা, শিক্ষিত বেকার তরুণ ও তরুণীদের প্রশিক্ষণ দিয়ে চাকুরির ব্যবস্থা করে দেয়া। অন্তত প্রতিটি ঘর থেকে একজন করে চাকুরির ব্যবস্থা করে দেয়া যায় যাতে করে পরিবারটি সক্ষম হয়ে উঠে। এমন বহু পরিকল্পনা রয়েছে। আপনারা যদি আমাকে পুনরায় নির্বাচিত করে পরিষদের বসার সুযোগ দেন তাহলে এসব কর্মকাণ্ডসহ অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সমাপ্ত করতে পারবো।

বিভিন্ন উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাাম মিয়াজী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল লিটন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন হীরু, জেলা যুবলীগের সদস্য ইলিয়াছ হাওলাদার, স্থানীয় মুরব্বি মোঃ ইউসুফ গাজী, সাবেক ইউপি সদস্য জাকির হোসেন খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন, ছাত্রলীগ নেতা ফয়সাল গাজী, জাহাঙ্গীর আলম শেখ, শফিকুর রহমান গাজী, রাজু আহমেদ খান।

এরপূর্বে হাওলাদার বাড়ির উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় মুরব্বি মহাসীন হাওলাদার এবং পরিচালনা করেন জেলা যুবলীগের সদস্য ইলিয়াছ হাওলাদার। হালিম খা বাড়ির উঠোন বৈঠকে হালিম খানের সভাপতিত্বে এবং মোঃ জাফর আলী গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন সালাম বেপারী, শুক্কুর আলী বেপারী। কোরআন তেলোয়াত করেন, সাবেক ইউপি সদস্য মোঃ জাকির হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন খান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ রিপন খান, যুব ও ক্রীড়া সম্পাদক আরিফ উল্লাগ গাজী, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহিদ মোল্লা, ৮নং মেম্বার প্রার্থী মোঃ দুদু গাজী, শাহজাহান খান সাজু, ইসমাইল হোসেন মানিক, মো. তাজুল ইসলাম গাজী, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম রনি, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি টুটুল মিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়