শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২১, ২০:১৬

আশিকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থন

অনলাইন ডেস্ক
আশিকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থন

২নং আশিকাটি ইউনিয়নে সম্প্রীতির সভায় শান্তির লক্ষ্যে চেয়াম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নৌকার প্রার্থীকে সমর্থন দিয়েছেন। চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন মাস্টার ইউনিয়নে উন্নয়ন ও শান্তির লক্ষ্যে নৌকার প্রার্থী মোঃ বিল্লাল হোসেন মাষ্টারকে সমর্থন করছেন।

৩ নভেম্বর বুধবার শান্তিপূর্ণভাবে নির্বাচন করার লক্ষ্যে ইউনিয়নের সকল প্রার্থীদের সাথে সম্পৃতির সভায় চেয়ারম্যান পদের নির্বাচন থেকে সরে দাঁড়ান। বুধবার বিকাল ৪টায় আশিকাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎষক ডাঃ জে আর ওয়াদুদ টিপু। তিনি তাঁর বক্তব্যে বলেন আমরা চাই না নির্বাচনে সহিংসতা হোক, আপনাদের রক্ত ঝরুক। এই এলাকার সবাই ডাঃ দীপু মনির ভোটার, তাই এ ইউনিয়নে যে চেয়ারম্যান হবে এলাকার উন্নয়ন হবেই। তাই উন্নয়নের সার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি নির্বাচনে সকলকে সহিংশতা এড়িয়ে শান্তিপুর্ন পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি তাঁর বক্তব্যে বলেন, সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু নির্বাচন হবে। আমরা কেউ সুষ্ঠু নির্বাচনের বিপক্ষে না। আমরা চাই জনগণ ভোটকেন্দ্রে আসুক ও নির্ভয়ে ভোট প্রদান করুক। আমরা সকলেই চাই শান্তিপূর্ণ পরিবেশে বিশৃঙ্খল মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হোক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আরশাদ মিয়াজী। চেয়ারম্যান প্রার্থী মোঃ বিল্লাল হোসেন মাষ্টার, চেয়াম্যান প্রার্থী সাবেক চেয়াম্যান মোঃ দেলোয়ার হোসেন মাষ্টার, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, আশিকাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন বাবলু, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ মাসুদ গাজী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়