প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৮:৩৪
চাঁদপুর প্রেসক্লাব পরিদর্শনে এলেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক টিম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের অংশ হিসেবে চাঁদপুর সফর করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর একটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল।
|আরো খবর
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। প্রথমেই তাঁদের স্বাগত ও শুভেচ্ছা জানান চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে নির্বাচনী মাঠের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের প্রস্তুতি, ভোটারদের অংশগ্রহণ এবং নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা সম্পর্কে বিভিন্ন বিষয়ে অবহিত হন পর্যবেক্ষক দলের সদস্যরা। ইউরোপীয় ইউনিয়নের দু সদস্যবিশিষ্ট পর্যবেক্ষক দলে ছিলেন টিমপ্রধান মায়া হুরলিমান (Maja Hurlimann) এবং সদস্য লার্স প্লাগম্যান (Lars Plagman)।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিমপ্রধান মায়া হুরলিমান জানান, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের মোট ৫৪ থেকে ৫৬ সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে কাজ করছে। প্রতি দু থেকে তিন সদস্যের একটি টিম দোভাষীসহ বিভিন্ন জেলায় নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, আমরা চাঁদপুর ও কুমিল্লা জেলায় পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছি। তবে মাঠ পর্যায়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করা হবে না। আমাদের সংগৃহীত সব তথ্য ঢাকায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের কোর (প্রধান) টিমের কাছে হস্তান্তর করা হবে।
পর্যবেক্ষণের অংশ হিসেবে তারা বিভিন্ন রাজনৈতিক দলের স্টেকহোল্ডারদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানান। এছাড়া নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আরও সাত দিন বাংলাদেশে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলেও প্রতিনিধি দলটি অবহিত করে।
চাঁদপুর প্রেস ক্লাবে আসার আগে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলটি জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান, চাঁদপুরের এডিসি (জেনারেল) এরশাদ উদ্দিন এবং জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন অফিস ও পুলিশ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন তারা।
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করছেন। চাঁদপুর প্রেস ক্লাবও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করছে এবং জনমত তৈরিতে ভূমিকা রাখছে।
তিনি জানান, জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিতে উদগ্রীব হয়ে আছে এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়।
চাঁদপুর প্রেসক্লাব পরিদর্শন উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, চ্যানেল-২৪-এর জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, জিটিভির জেলা প্রতিনিধি রিয়াদ ফিরদৌস, এস এ টিভির জেলা প্রতিনিধি জি এম শাহীন, এখন টিভির জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, যমুনা টিভির জেলা প্রতিনিধি ইব্রাহীম রনি, এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী, বাসসের জেলা প্রতিনিধি আ. সালাম জুয়েল, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ।
মতবিনিময় শেষে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে পর্যবেক্ষক দলটি বিদায় নেয়।
জানা গেছে, চাঁদপুরে বিভিন্ন রাজনৈতিক দলের স্টেকহোল্ডারদের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সফর করবেন।








