প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ২০:৪২
হাদি হত্যার বিচারের দাবিতে চাঁদপুরে ‘আগ্রাসনবিরোধী যাত্রার’ কার্যক্রম

জাতীয় ছাত্রশক্তি, চাঁদপুর জেলার নবগঠিত কমিটি শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ‘আগ্রাসনবিরোধী যাত্রার’ মধ্য দিয়েই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বিকেলে চাঁদপুর শহরে এ কর্মসূচি পালন করে তারা। উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক সাগর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিয়াম পাটোয়ারী ও সিদ্দিকুর রহমান সাজ্জাদ, সদস্য সচিব সাকিব হোসাইন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব শিহাব মির্জা, নূরুল ইসলাম বিপুল ও মুখ্য সংগঠক কামরুল ইসলাম।
|আরো খবর
আহ্বায়ক সাগর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, চাঁদপুর জেলার বায়তুল মাল সম্পাদক, মুফতি মাহমুদুল হাসান ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁদপুর শহর শাখার সেক্রেটারি নাজমুস সাকলাইন। সমাপনী বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তি ও চাঁদপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিয়াম পাটোয়ারী।








