প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭
বিজয় দিবসে জেলা পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) ৬টা ৩২ মিনিটে সূর্যোদয়ের পর হাসান আলী স্কুল মাঠের সামনে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'অঙ্গীকার' বেদিতে জেলা পুলিশের পক্ষ থেকে মো. রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্যে জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
|আরো খবর
এ সময় নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, ইনচার্জ, চাঁদপুর শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আর আই পুলিশ লাইন্স, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।








