প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩
বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দুপুরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
পুলিশ সুপার মো. রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল-এর পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ থেকে পাঠ ও নিহত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর ১৮ জন জীবিত ও ৪২ জন মৃত সহ মোট ৬০ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। অতঃপর উপস্থিত সকলকে নিয়ে পুলিশ সুপার মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের জন্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি ক্যাপশন- মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠানে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার মো. রবিউল হাসান।








