বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:১২

ফরিদগঞ্জে বিজয় দিবসের প্রত্যুষে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে বিজয় দিবসের প্রত্যুষে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি
মহান বিজয় দিবসের প্রত্যুষে শহীদ বেদিতে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সূর্যোদয়ের সাথে সাথে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের শহীদ

স্মৃতিস্তম্ভে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটওয়ারীর নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ওসি হেলাল উদ্দিনের নেতৃত্বে ফরিদগঞ্জ থানা, সভাপতি মামুনুর রশিদ পাঠানের নেতৃত্বে ফরিদগঞ্জ প্রেসক্লাব, পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে পৌরসভা, ইউএইচএফপিও ডা. আসাদুজ্জামান জুয়েলের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, উপজেলা স্কাউটসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , উপজেলা ও পৌর বিএনপি, সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও মনোরম ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিষদের সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, সেনাবাহিনীর ক্যাপ্টেন রিফাত আল আসমাউল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, ফরিদগঞ্জ থানার ওসি হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়