প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৭
শহীদ বুদ্ধিজীবী দিবসে গণফোরামের আলোচনা সভা
দেশের শ্রেষ্ঠ সন্তানদের পাক হানাদারের দোসররা হত্যা করে
-----------অ্যাড. সেলিম আকবর

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গণফোরাম চাঁদপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর-৩ আসনে গণফোরামের এমপি প্রার্থী অ্যাড. সেলিম আকবর।
তিনি তাঁর বক্তব্য বলেন, পাক হানাদারের দোসররা এ দেশের কৃতী সন্তানদের হত্যা করে। বাংলাদেশ যখন স্বাধীন হওয়ার দ্বারপ্রান্তে তখন পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী, লেখক, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, শিক্ষকসহ মেধাসম্পন্ন লোকদের নৃশংস ও নির্মমভাবে হত্যা করে।
তিনি আরো বলেন, তারা বাঙালি জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিলো। কিন্তু এদেশের স্বাধীনতাকামী মানুষ কোনো কিছু পরোয়া না করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের প্রতিহিত করে বাংলাদেশের স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনে।
জেলা গণফোরামের সাংগঠনিক সম্পাদক হাজী আশরাফ বাবু সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি অধ্যক্ষ মুনির চৌধুরী, সদর গণফোরামের সভাপতি মির্জা রুহুল আমিন, শহর গণফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন মিয়াজী, মহিলা গণফোরামের সভানেত্রী অ্যাড. জেসমিন কবির, সাধারণ সম্পাদক শিল্পী বেগম, জেলা যুব গণফোরামের সভাপতি আলমগীর খান, সাধারণ সম্পাদক মমিনুর রহমান মিন্টু সরকার, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মামুন গাজী প্রমুখ।








