প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৬
কচুয়ায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্যে জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কচুয়ায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
|আরো খবর
ইউএনও'র সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি আবু নাছিরের সঞালনায় আলোচনা সভায় মুক্তিযোদ্ধা, সূধীজনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বক্তব্য রাখেন। বক্তাগণ ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। তাঁরা মুক্তিযুদ্ধের চেতনায় শোষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।








