প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৬
মতলবে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মতলব দক্ষিণ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এ টি এম কুদ্দুস প্রধান (৭০)কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) জোহর নামাজের পরে লেজাকান্দি বায়তুল আকসা জামে মসজিদ প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
|আরো খবর
মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মতলব দক্ষিণ থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুণ সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর, মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) অখিল চন্দ্র সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোস্তফা কামাল, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বশির উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে প্রকাশ, নিহত মুক্তিযোদ্ধার বাড়ি উপাদি উত্তর ইউনিয়নের লেজাকান্দি গ্রামে। তিনি শনিবার রাত ১২টা ২৫ মিনিটে তাঁর নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু ছেলে ও দু মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।








