শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ২২:৩৯

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)

নিজের ব্যানার পোস্টার নিজেই নামালেন বিএনপি প্রার্থী লায়ন হারুন

প্রবীর চক্রবর্তী।।
নিজের ব্যানার পোস্টার নিজেই নামালেন বিএনপি প্রার্থী লায়ন হারুন
শুক্রবার বিকেলে ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নে নির্বাচনী পোস্টার ব্যানার অপসারণ করছেন বিএনপি প্রার্থী লায়ন হারুনুর রশিদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচন ও দল সংশ্লিষ্ট সকল পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণের নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশনা অনুসারে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ নিজেই নির্বাচনী আচরণ বিধি পালনকল্পে নিজেই পোস্টার ব্যানার অপসারণ শুরু করেন।

শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) বিকেলে তিনি নিজের বাড়ির আঙ্গিনা থেকে এই অপসারণ অভিযান শুরু করেন। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমি ইতোমধ্যেই নিজের সকল নেতাকর্মীকে ২৪ ঘন্টার মধ্যে সকল ব্যানার পোস্টার অপসারণের কথা বলে দিয়েছি। আমি নিজেই শুরু করেছি।

এ ব্যাপারে বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন, নির্বাচন কমিশন বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর থেকে আমাদের সকলকে আচরণবিধি পালন করতে হবে। সেই অনুযায়ী আমি আমার পুরো উপজেলার সকল ইউনিয়নে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি সকল বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার অপসারণ করতে। আমি নিজেই আমার এলাকা থেকে এই কাজ শুরু করেছি। যাতে অন্যরা উৎসাহিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়