শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ২২:২৬

মতলব উত্তরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

মতলব উত্তর ব্যুরো।।
মতলব উত্তরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল
মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলে বিএনপি নেতা তানভীর হুদাসহ অতিথিবৃন্দ।

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমি মাঠে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) বাদ মাগরিব খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

দোয়া মাহফিলে তানভীর হুদা বলেন, বেগম খালেদা জিয়া একটি বিশ্বাস ও আস্থার নাম, তিনি বাংলাদেশের মানুষের আশা এবং জাতীয় ঐক্যের প্রতীক। দেশের মানুষ যখনই অধিকার বঞ্চিত হয়েছেন, তখনই বেগম জিয়া অধিকারহারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, আন্দোলন করেছেন এবং রাজপথে ছিলেন সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে।

তানভীর হুদা বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে আমাদের নেত্রীকে স্মৃতি-বিজড়িত বাড়ি থেকে বের করে দেয়া হয়েছিল। সেদিন তিনি সাংবাদিক সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর দরবারে বিচার চেয়েছিলেন। পরিবার-পরিজনের কাউকে পাশে থাকতে দেয়া হয়নি। অথচ দেশপ্রেমের টানে তিনি দেশ ত্যাগ করেননি।

তানভীর হুদা জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। তফসিলের পর রাজনৈতিক সভা-সমাবেশ আইনত নিষিদ্ধ, তাই আজ কোনো রাজনৈতিক বক্তব্য দেবো না, শুধু বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

গজরা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি দুলাল মাস্টার এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম। দোয়া মাহফিলে বিভিন্ন মাদরাসার হাফেজ শিক্ষার্থীরা খতমে কোরআন সম্পন্ন করেন।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়