বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ২১:২৮

আমরা চাই ভূমি বিষয়ে মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয়

-----------চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
আমরা চাই ভূমি বিষয়ে মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয়

মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) ‘ভূমিখাতে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা, সেবার সহজীকরণ ও জনভোগান্তি হ্রাস’ এই শ্লোগান নিয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর-এর আয়োজনে এবং উপজেলা ভূমি অফিস ও শাহমাহমুদপুর ইউনিয়ন ভূমি অফিসের সার্বিক সহযোগিতায় ভূমি অফিসের সেবা সম্পর্কিত তথ্য জনসাধারণকে জানানো ও ভূমি অফিসের সেবায় সুশাসন বৃদ্ধির লক্ষ্যে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গণশুনানি অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক বলেন, আইনের মধ্যে থাকলে ভূমি সম্পর্কিত সকল সমস্যার সমাধান করা হবে। আমরা চাই ভূমি বিষয়ে মানুষ যেন কোনো ধরনের হয়রানি শিকার না হয়। সেবা নিতে সাধারণ জনগণকে আরও বেশি সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি। ভূমিসেবা নিতে গিয়ে আপনার কাছ থেকে অফিসের কোনো লোক যদি সরকার নির্ধারিত টাকার বাইরে অতিরিক্ত কোনো টাকা নেয়, তাহলে প্রমাণ সাপেক্ষে আমার কাছে অভিযোগ করবেন, আমি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ করবো। আপনারা আমাকে এ বিষয়ে সরাসরি বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাসেজ দিতে পারেন। আপনারা ভূমি নিয়ে কোনো জটিলতায় পড়লে প্রথমে এসিল্যান্ডের কাছে যাবেন। সমাধান না হলে আমার কাছে চলে আসবেন। তিনি আরও বলেন, ভূমি সেবাখাতে জনসাধারণের সেবাপ্রাপ্তি বিষয়ে অনেক পরিবর্তন এসেছে। চাঁদপুরে ৫টি ভূমি সহায়তা কেন্দ্র রয়েছে। আপনারা সেখান থেকেও সেবা নিতে পারেন। স্বল্প খরচে অনলাইনে আবেদন করাসহ যে কোন সহায়তা আপনারা ভূমি সেবা কেন্দ্রে পাবেন। আপনারা আজ লিখিত ও মৌখিকভাবে যে সমস্যাগুলোর কথা বলেছেন, পরবর্তীতে আপনারা আজকের এই গণশুনানির রেফারেন্স দিলে আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করতে। তবে আপনাদেরকে জমিজমা বিষয়ে আরও বেশি সচেতন হতে হবে। ভূমি সেবাখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের জন্যে সনাক-টিআইবি’র এটি একটি ভালো উদ্যোগ। তিনি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যে সবাইকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি জনসাধারণের কাছ থেকে উত্থাপিত লিখিত ও মৌখিক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ভূমি সংক্রান্ত বা ভূমি আইন নিয়ে সাধারণ জনগণের তেমন কোনো ধরাণা নেই। তবে ভূমি আইন ও ভূমি সংক্রান্ত বিষয়ে আপনার কিছু ধারণা থাকা দরকার। ভূমি নিয়ে আপনাদের অজ্ঞতার কারণেই আপনাদেরকে অনেক বেশি হয়রানি হতে হয়। তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি এলাকার সাধারণ মানুষদের জিম্মি করে হয়রানি করে। আপনারা দালালের মাধ্যমে ভূমিসেবা নিতে গিয়ে প্রতারিত হবেন না। তিনি ভূমি অফিসের সেবা সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করেন। তিনি গণশুনানিতে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারী বলেন, আমাদের ভূমি বিষয়ে অজ্ঞতার কারণেই বিভিন্ন জটিলতায় পড়তে হয়। আমরা যদি সচেতন ও আন্তরিক হই তাহলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আমরা লক্ষ্য করছি সদর উপজেলায় ভূমিসেবা নিয়ে যারা কাজ করছেন তারা জনসাধারণের সেবা প্রদানে খুবই আন্তরিক। আর আন্তরিক বলেই আজ ভূমিখাতে সমস্যাগুলো নিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। আজকের উত্থাপিত সুপারিশ ও সমস্যাগুলো ছাড়াও যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা সদর উপজেলা ভূমি কর্মকর্তার সাথে সরাসরি দেখা করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ভুল, মিথ্যা ও হয়রানিমূলক তথ্য নিয়ে যাবেন না। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যে তিনি সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিস ও শাহমাহমুদপুর ইউনিয়ন ভূমি অফিসের সেবা সম্পর্কিত প্রশ্নোত্তর পর্বটি সঞ্চালনা করেন সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মো. মমিন পাটওয়ারী, মো. সেলিম চৌধুরী, মো. মিজানুর রহমান, স্বপন মাহমুদ, মাসুদ বেপারী, তাহের বেপারী, রমজান মিজি, মোস্তফা খাঁন, মো. শাহজালাল, ফাতেমা বেগম ও মো. মাহবুব খাঁন প্রমুখ।

সনাক চাঁদপুরের ভূমি বিষয়ক এসিজি গ্রুপের সমন্বয়কারী মো. উজ্জ্বল হোসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন। ভূমিখাতে সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে সনাক-টিআইবি’র লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. মাসুদ রানা। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ। উপস্থিত ছিলেন সনাকের সহ-সভাপতি অ্যাড. পলাশ মজুমদার ও জেসমিন আক্তার জেসী, সনাক সদস্য রুমা সরকার, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দছ আখন্দ রোকন, ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তা মো. নুরুল ইসলাম সোহাগ, এসিজি গ্রুপের সদস্যবৃন্দ ও ইয়েস গ্রুপের সদস্যবৃন্দসহ ইউনিয়নের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এছাড়াও উপজেলা ভূমি অফিসের সেবা সম্পর্কিত বিষয়ে সুশাসন বৃদ্ধির লক্ষ্যে শাহমাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মাইকিং-এর মাধ্যমে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়