প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৯:৫১
বাংলাদেশ '৮৮ চাঁদপুর জেলা প্যানেলের শোক

এসএসসি '৮৮ ব্যাচের বন্ধু সংগঠন 'বাংলাদেশ '৮৮' চাঁদপুর জেলা প্যানেলের উপদেষ্টা, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য হাজী মোশারফ হোসেনের শাশুড়ি, নাঈমা মোশারফের মা সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকালে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমাকে শাহরাস্তি উপজেলার সূচিপাড়া রাগৈ গ্রামের বাড়িতে একইদিন বিকেলে দাফন করা হয়েছে। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ '৮৮ চাঁদপুর জেলা প্যানেলের কো-অর্ডিনেটর ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ অন্য নেতৃবৃন্দ। আল্লাহ পাক যেনো মরহুমাকে ক্ষমা করে জান্নাতবাসী করেন-- নেতৃবৃন্দ এ দোয়া সকলের কাছে কামনা করেন।








