মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৯:৩৪

নভেম্বরের মধ্যে গণভোট ছাড়া নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে দেশে সঙ্কটের নতুন মাত্রা যোগ হবে

-----হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান

প্রেস বিজ্ঞপ্তি।।
নভেম্বরের মধ্যে গণভোট ছাড়া নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে দেশে সঙ্কটের নতুন মাত্রা যোগ হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, নভেম্বরের মধ্যে গণভোট ছাড়া নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলে দেশে সঙ্কটের নতুন মাত্রা যোগ করবে। দেশকে নতুন সঙ্কটের হাত থেকে রক্ষা করতে হলে নভেম্বরের মধ্যে গণভোট সম্পন্ন করতে হবে। সেই সাথে জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান করে জুলাই সনদের আলোকে নির্বাচন আয়োজন করতে হবে। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ছাড়া নির্বাচনের নামে তামাশা সহ্য করা হবে না। সচিব থেকে শুরু করে ডিসি, এসপি ভাগ-বাঁটোয়ারা চলছে। এ ধরনের ভাগ-বাঁটোয়ারার নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না।  

সোমবার (২৭ অক্টোবর ২০২৫)  বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার উদ্যোগে শহরের বিপণীবাগস্থ জেলা কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর সভাপতি মাওলানা আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, শাহজামাল গাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, ডা. বেলাল হোসাইন, সেক্রেটারি মাওলানা মজিবুর রহমান, যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।

আগামী জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশ শেষে একটি মিছিল বিপণীবাগ থেকে শুরু হয়ে চিত্রলেখা মোড় হয়ে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হয়ে বায়তুল আমিন চত্বরে গিয়ে শেষ হওয়ার কথা থাকলেও শহরে প্রচণ্ড জ্যাম থাকায় জনদুর্ভোগ লাঘবের জন্যে সরকারি কলেজের সামনেই  সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়