প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ২১:২৬
ছেংগারচরে বিএনপির উঠোন বৈঠক
৩১ দফা বাস্তবায়নের বাংলাদেশ হবে একটি সুখী, সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্র
----------------তানভীর হুদা

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, আওয়ামী লীগ ১৭ বছরের দুঃশাসনের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক ও প্রশাসনিক কাঠামোকে ভেঙ্গে দিয়েছে। সেই ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থাকে পুনরুদ্ধার করতে হলে জনগণের ভোটে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ হবে একটি সুখী, সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্র।
|আরো খবর
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ডের ঠাকুরচর মধ্যপাড়া বেপারী বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এবার আর দিনের ভোট রাতে দেয়ার সুযোগ নেই। কারও পছন্দের প্রার্থীকে জনগণের ওপর চাপিয়ে দেয়ার সুযোগও নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের আমলে দীর্ঘ ১৭ বছর এই অঞ্চলের মানুষসহ সারাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কিন্তু এবারের নির্বাচনে সেই কাঙ্ক্ষিত ভোটাধিকার ফিরিয়ে আনার সুযোগ এসেছে।
তানভীর হুদা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ডিসেম্বরেই তফসিল ঘোষণা করা হবে। এবার যার ভোট সে নিজেই দেবে, যাকে চায় তাকেই ভোট দেবে। আমি বিশ্বাস করি, এই অঞ্চলের মানুষ সুযোগ পেলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে।
উঠোন বৈঠকে ছেংগারচর পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আজিজ খানের সভাপতিত্বে এবং পৌর যুবদলের সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম ও জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান লস্কর, মহিলা দলের নেত্রী জেসমিন লস্কর প্রমুখ।
এ সময় ছেংগারচর ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর মোল্লা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, পৌর তাঁতীদলের সভাপতি আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন মনির, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম গাজী, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকু, পৌর যুবদল নেতা নুর মোহাম্মদ খান, মান্নান খান, আক্তার হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝরনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রাহিমা বেগম, পৌর মহিলা দলের সভাপতি আনোয়ারা বেগম, পৌর ছাত্রদল নেতা জিয়া উদ্দীন, নুরে আলম নিঝুমসহ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।








