প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ২০:৫১
রাজারগাঁওয়ে জনসংযোগে ব্যারিস্টার কামাল উদ্দিন
ব্যক্তি নয়, ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করুন

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহারাস্তি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন বলেছেন, কোনো ব্যক্তি নয়, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে এবং আগামীর রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। তবেই সুন্দর, সুষ্ঠু একটি দেশ উপহার পাবে জাতি। বাস্তবায়ন করা যাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেলে হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও বাজারে তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লিফলেট বিতরণকালে নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
পরে শতাধিক নেতাকর্মী নিয়ে পুরো রাজারগাঁও বাজার ঘুরে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এই নেতা। এ সময় হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপি সহ-সভাপতি মোল্লা মাহমুদ হোসেন, উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন মুন্সী, হাজীগঞ্জ পৌর শ্রমিকদলের সাবেক সভাপতি আজাদ কাশারী, হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাজীগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ফরহাদ মামুন, হাজীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন সর্দার, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন সবুজ, হাজীগঞ্জ পৌর যুবদল নেতা শাহআলম ভুট্টু, ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়ন বিএনপি নেতা আবুল বাসার, মোস্তাফিজ মেম্বার, ৫নং সদর ইউনিয়ন বিএনপি নেতা শফিকুর রহমান, যুবনেতা ইমান, হাজীগঞ্জ পৌরসভা ১নং ওয়ার্ড যুবনেতা রাকিব, ৪নং কালচোঁ ইউনিয়ন বিএনপি নেতা শামিম, যুবনেতা কাদেরসহ হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতা- কর্মী উপস্থিত ছিলেন।







