প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ২০:৪৩
ফরিদগঞ্জে যুবদলের তিন শহীদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল
বিএনপি সরকার গঠন করলে যুবদল কর্মী হত্যার বিচার আদালতের মাধ্যমে হবে
---------মোতাহার হোসেন পাটোয়ারী

ফরিদগঞ্জ উপজেলা যুবদল নেতা আরিফ, বাবুল ও জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশনের তৃতীয় তলায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২০১৩ সালের ২৫ অক্টোবর ফরিদগঞ্জে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন যুবদলের এই তিন নেতা।
|আরো খবর
প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন পাটোয়ারী বলেন, ২০১৩ সালের ২৫ অক্টোবর পুলিশ ও ফ্যাসিবাদী সরকারের সন্ত্রাসীদের হামলায় আমাদের শতাধিক নেতা-কর্মী আহত হয়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আরিফ, বাবুল ও জাহাঙ্গীর। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। তিনি আরও বলেন, পুলিশ ও আওয়ামী লীগের প্রভাবে নিহতদের পরিবার বিচার থেকে বঞ্চিত হয়েছে। মামলা করা হলেও উল্টো আমাদের বিরুদ্ধেই মামলা দিয়ে তা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। আমি বিশ্বাস করি, বিএনপি আগামীতে সরকার গঠন করলে আদালতের মাধ্যমে এই হত্যার বিচার হবে। তবেই তাদের আত্মার শান্তি মিলবে।
মোতাহার হোসেন পাটোয়ারী আরো বলেন, আমি আমার প্রয়াত বড়ো ভাই নুরুল ইসলাম কোম্পানির মতোই বিএনপির সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আশা করি আমাদের পরবর্তী রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাকে মূল্যায়ন করবেন এবং ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের আকাঙ্ক্ষা পূরণ করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিলন গাজী, শাহজাহান গাজী, মোহাম্মদ বাচ্চু, যুবদল নেতা আমির হোসেন, জহিরুল ইসলাম, কামরুল ইসলাম, তানভীর আহমেদ নুকিব, মাহফুজ, এমরান হোসেন মাসুদ, সবুজ, শরীফ হোসেন, মো. হেলাল, মো. রোকন, মো. রাসেল, মো. সুমন, মো. সাদ্দাম, মো. সাইফুল, মো. মামুন, মো. মাহবুব, নয়ন, স্বেচ্ছাসেবক দলের নেতা ইমরান হোসেন স্বপন, হিজির আহমেদ, ছাত্রনেতা আব্দুল কাইয়ুম সুমন, মো. পারভেজ, মো. মাসুম, মো. শরীফ ও তানজির হোসেন। শেষে শহীদ আরিফ, বাবুল, জাহাঙ্গীর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন তুলাতলি জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন আমিনী।
উল্লেখ্য, আলোচনা ও দোয়া মাহফিলের পূর্বে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহীদ তিন যুবদল নেতার কবর জিয়ারত করেন মোতাহের হোসেন পাটওয়ারী।








