শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৩:২২

হাজীগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির সভা

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির সভা

হাজীগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ  সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) হাজীগঞ্জ বাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্ট  এ সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী)-এর সকলের অবসরকালীন যুক্তিযুক্ত  স্বার্থসংশ্লিষ্ট  বিষয় নিয়ে  এবং একে অপরকে সহায়তা প্রদানের লক্ষ্যে এ সমিতির কার্যক্রম শুরু হয়। সমিতির নতুন কমিটি গঠনের লক্ষ্যে গঠনতন্ত্র পাঠ, সমিতির অফিস গ্রহণ, মৃতদের পেনশন প্রাপ্তিতে সহায়তা, জানাজাতে অংশগ্রহণ, সন্তানদের সহযোগিতাসহ নানান বিষয়ে আলোচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ  সমিতির সভাপতি ওয়ারেন্ট অফিসার (অব.) আওলাদ  হোসেন। সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) হাসানুজ্জামানের সভাপ্রধানে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্যাপ্টেন (অব.)  আব্দুল হাই ও সার্জেন্ট (অব.) হোসেন মোল্লা লিটন। আরো বক্তব্য রাখেন সেনা সদস্য (অব.) বীর মুক্তিযোদ্ধা  আবু জাফর, সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ চাঁদপুর জেলা কমিটির সভাপতি কর্পোরাল (অব.) মো. ইয়াছিন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত হাজীগঞ্জ, কচুয়া, চাঁদপুর সদর ও মতলব উপজেলা থেকে অফিসার সদস্যগণ অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়