শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ২১:০০

ফরাজীকান্দিতে বিএনপির উঠোন বৈঠকে তানভীর হুদা

বিএনপি সমৃদ্ধ হয়েছে মূলত মা-বোনদের কারণেই

মাহবুব আলম লাভলু।।
বিএনপি সমৃদ্ধ হয়েছে মূলত মা-বোনদের কারণেই
মতলব উত্তরের ফরাজীকান্দিতে উঠোন বৈঠকে বক্তব্য রাখছেন তানভীর হুদা।

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, জাতীয়তাবাদী দল তথা বিএনপি সমৃদ্ধ হয়েছে মূলত এই মা-বোনদের কারণেই। মা-বোনরাই বিএনপিকে বেশি ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে বেশি ভালোবাসে। এই দলটি হলো এদেশের সাধারণ মানুষের দল। সেই মা-বোনরা আর সাধারণ মানুষেরা দীর্ঘদিন তাদের দলকে, তাদের প্রতীক ধানের শীষে ভোট দিতে পারেনি। এবার সময় এসেছে, এবার তারা তাদের প্রিয় মার্কা ধানের শীষে ভোট দেবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বিকেলে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বালুচর দেওয়ান বাড়িতে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তানভীর হুদা বলেন, দলীয় মনোনয়ন দেয়ার মালিক একমাত্র আল্লাহ। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে জনসম্পৃক্ততায় এগিয়ে থাকা নেতার হাতেই ধানের শীষ দেয়া হবে সেই বিশ্বাস আমার আছে, আমাদের আছে। দলীয় মনোনয়ন নিয়ে আমরা অস্থির না, দলীয় প্রতীক আমারই পেতে হবে এমনটাও না। আমি দলীয় প্রতীকের সাথেই আছি। যিনিই দলীয় প্রতীক ধানের শীষ পাবেন আমি তার জন্যেই আন্তরিক হয়ে কাজ করবো।

তিনি আরো বলেন, বিএনপির ওপর সাধারণ জনগণের অনেক আস্থা। তাই তাদের আস্থা ধরে রাখতে সাধারণ মানুষের ঘরে ঘরে যান, প্রিয় নেতা তারেক রহমানের সালাম পৌঁছে দেন। তাঁর ৩১ দফা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করেন। পুরুষ ভাইদের পাশাপাশি মা-বোনরাও বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করুন।

আব্দুল খালেক মিনু দেওয়ানের সভাপতিত্বেে এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, মতলব পৌরসভার সাবেক কাউন্সিলর শাহ মো. গিয়াস, বিশিষ্ট ব্যবসায়ী আহসান উল্যাহ, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন রনি প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়