প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ২০:৫৮
দাঁড়িপাল্লার গণসংযোগে সরব বালিয়া ইউনিয়ন

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর ইচলীতে গণসংযোগ ও পথসভা করেছেন।
|আরো খবর
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বিকেলে বালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর ইচলী হাটবাজার, বাড়ি ও মহল্লায় দাঁড়িপাল্লা মার্কায় ব্যাপক গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে অ্যাড. শাহজাহান মিয়া বলেন, দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়, সততা ও পরিবর্তনের প্রতীক। জনগণ জেগে উঠেছে, ইনশাআল্লাহ জনগণের ভোটে ন্যায় প্রতিষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ, বাগাদী ইউনিয়ন সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, ১নং ওয়ার্ড সভাপতি রায়হান, সেক্রেটারি মাকসুদ বকাউল, ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী খোরশেদ আলম তালুকদার, সহ-সভাপতি আব্দুল আজিজ, মো. সোহেল তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজ।
গণসংযোগ শেষে অ্যাড. শাহজাহান মিয়া স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলীয় প্রতীকে ভোট প্রার্থনা করেন। পাড়া-মহল্লা ও অলিগলি ঘুরে জনতার অভূতপূর্ব সাড়া পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।