বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৩:০৫

কচুয়ায় আরসিডিএস-এর বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন ও প্রদর্শনী

স্টাফ রিপোর্টার
কচুয়ায় আরসিডিএস-এর বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন ও প্রদর্শনী

হাত ধোয়া শুধু একটি দৈনন্দিন অভ্যাস নয়, এটি জীবন বাঁচানোর একটি শক্তিশালী উপায়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) ৩নং বজরী খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক, অবিভাবক, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Be a Handwashing Hero (‘হাত ধোয়াও, হিরো হও’) এ প্রতিপাদ্যকে তুলে ধরে বেসরকারি উন্নয়ন স্ংস্থা আরসিডিএস-এর সহায়তায় ওমর ফারুক স্পোর্টিং ক্লাব ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী স্মৃতি পাঠাগারের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

বিশ্ব হাতধোয়া দিবস বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্যে চালানো একটি প্রচারণামূলক দিবস। প্রতি বছর ১৫ অক্টোবর তারিখে বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে দিবসটি। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে।

আরসিডিএস নির্বাহী পরিচালক মুহাম্মদ সাদেক সফিউল্লাহ বলেন, রোগ প্রতিরোধে হাত ধোয়া এখনো সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। বাংলাদেশের প্রায় ২৮% মানুষ এখনো ঘরে নিরাপদভাবে হাত ধোয়ার সুযোগ থেকে বঞ্চিত।অনেক বাড়ি, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রে এখনো পর্যাপ্ত পানি ও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা নেই। হাত ধোয়ার অভ্যাস এবং প্রয়োজনীয়তা তুলে ধরতে ধাপগুলো পর্যায়ক্রমে বর্ণনা ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ধান শিক্ষক শরীফা আক্তারের দিক নির্দেশনায় শিক্ষক মিসির আলী বলেন, হাত ধোয়া হয়তো আমাদের কারও কাছে ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু এটি এমন এক আচরণ বা অভ্যাস যা প্রতিদিন শিশু সহ অনেক মানুষের জীবন বাঁচাতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সালেহ আহমেদ মুন্সি, মো. ওমর ফারুক মুন্সি, একেএম নাসির উল্লাহ সরকার ও শাহিনুর আক্তার বিথী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়