মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৯:৩৫

উপমহাদেশের বিখ্যাত তীর্থস্থান : মাসব্যাপী মেলার ইজারা মূল্যে রেকর্ড

মেহের কালীবাড়িতে দীপাবলি উৎসবে লক্ষাধিক জনসমাগমের প্রস্তুতি

মেহের কালীবাড়িতে দীপাবলি উৎসবে লক্ষাধিক জনসমাগমের প্রস্তুতি
মো. মঈনুল ইসলাম কাজল

শাহরাস্তির মেহের কালীবাড়িতে শ্যামা পূজা ও দীপাবলি উৎসবে লক্ষাধিক সনাতন ধর্মাবলম্বীর সমাগমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাতব্যাপী উৎসবে মিলিত হবে সনাতন ধর্মাবলম্বীরা। প্রায় সাড়ে ৬শ' বছর যাবৎ ঐতিহ্যবাহী মেহের কালীবাড়িতে দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। শুধু বাংলাদেশ নয়, ভারত থেকেও বহু সনাতন ধর্মাবলম্বীর আগমন ঘটে এ উৎসবে। উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম বিখ্যাত তীর্থস্থান শাহরাস্তির মেহের কালীবাড়ি।

দীপাবলি উৎসব উপলক্ষে নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী মেলা হয়ে থাকে। উৎসবটি শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুলিশ, আনসার, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব নিরাপত্তা কর্মী প্রস্তুত রাখা হয়েছে। সোমবার দুপুর থেকেই ভক্তদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। সন্ধ্যায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন দীপাবলি উৎসব পরিদর্শনে আসেন। তিনি শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র মজুমদার জানান প্রশাসনসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতা পাচ্ছি। আমাদের মাঝে কোনো ভয়ভীতি নেই। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। থানার অফিসার ইনচার্জ আবুল বাসার জানান, হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এ উৎসব আয়োজনে আমরা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে দীপাবলি উৎসব উপলক্ষে মাসব্যাপী মেলা ইজারা দিয়েছে শাহরাস্তি পৌরসভা। রেকর্ড ৪০ লাখ ২০ হাজার টাকায় মেলার ইজারা নিয়েছেন কালীবাড়ি বাজার ব্যবসায়ী আজাদ হোসেন মোল্লা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়