প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৪:২১
দৈনিক চাঁদপুর প্রবাহের দুই যুগপূর্তি অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
উদ্ভাবনী চিন্তাধারা ও পাঠকপ্রিয় কৌশল অবলম্বন করেই মুদ্রিত সংবাদপত্রকে টিকে থাকার লড়াই করতে হবে

চাঁদপুরের অন্যতম পাঠকপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক পত্রিকা চাঁদপুর প্রবাহের দু যুগ পূর্তি উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে। ক্লাব ভবনের তৃতীয় তলার মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে অন্তর্ভুক্ত ছিলো পাঠক-শুভাকাঙ্ক্ষীদের প্রীতি সম্মিলন, পত্রিকা পরিবারের পুনর্মিলনী, পত্রিকা বিলিকারকদের সম্মেলন, কেক কাটা, মিলাদ ও দোয়ার মাহফিল। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেল থেকে শুরু হয়ে রাত পৌনে নয়টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে খোলামেলাভাবে মুদ্রিত সংবাদপত্রের অস্তিত্ব সঙ্কট মোকাবেলায় পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, উদ্ভাবনী চিন্তাধারা ও পাঠকপ্রিয় কৌশল অবলম্বন করেই মুদ্রিত সংবাদপত্রকে টিকে থাকার লড়াই করতে হবে। মানরক্ষার প্রয়াস চালিয়ে সমূহ আশঙ্কাকে মোকাবেলা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভাপ্রধান ছিলেন দৈনিক চাঁদপুর প্রবাহের প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক নিলুফা আক্তার। পুরো অনুষ্ঠানটির প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, চাঁদপুর প্রবাহের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে সবার আলোচনা শুনে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আলোচনা প্রবাহকেন্দ্রিক না হয়ে সামগ্রিকভাবে অন্য সকল সংবাদপত্রের সমস্যা নিয়ে খোলামেলা হওয়ায় ভালো লেগেছে। এই প্রথম এমন একটি আলোচনায় এসে অনুপ্রাণিত হয়েছি। আমি মনে করি, স্থানীয় পত্রিকাগুলোর নীতিমালা বা পলিসিতে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। কারণ, পাঠক এখন মানসম্মত সংবাদ চায়, আপসকামিতা চায় না। আমাদের উচিত সংবাদপত্রের মান বজায় রাখা। চাঁদপুরের সংবাদপত্রগুলো ইতোমধ্যেই ভালো করছে, তবে চ্যালেঞ্জের মধ্য দিয়েই টিকে থাকতে হবে।
তিনি আরো বলেন, সকল পেশাতেই চ্যালেঞ্জ আছে, প্রতিযোগিতা আছে; আর এই প্রতিযোগিতার মাধ্যমেই এগিয়ে যেতে হয়। আমি সবসময় চাই মিডিয়ার প্রাচুর্য থাকুক, কারণ ভালো কিছুর জন্যে এমনটাই প্রয়োজন। আমি কখনোই চাই না কোনো মিডিয়া বন্ধ হয়ে যাক। তবে এটাও চাই, পত্রিকাগুলো যেন তাদের ঘোষণাপত্র (ডিক্লারেশন) অনুযায়ী সঠিকভাবে পরিচালিত হয়।
জেলা প্রশাসক বলেন, সাংবাদিকদের আমি আমার সেরা বন্ধু মনে করি। সবশেষে আমি চাঁদপুর প্রবাহের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এই পত্রিকা আরও এগিয়ে যাক, এই প্রত্যাশা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, জেলার সার্বিক চিত্র আমরা স্থানীয় পত্রিকার মাধ্যমেই জানতে পারি। সকালে জাতীয় পত্রিকার আগে স্থানীয় পত্রিকাই দেখি। পুলিশি দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ থাকে। পুলিশের সার্বিক কার্যক্রমও মূলত সাংবাদিকদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায়।
তিনি আরও বলেন, বর্তমানে কিশোর অপরাধ আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। মাদকবিরোধী অভিযানে আমরা প্রতিদিনই মাঠে কাজ করছি। যানজট নিরসনে সবার পরামর্শ নিয়ে কাজ করছি, কারণ সড়কের তুলনায় যানবাহনের সংখ্যা এখন অনেক বেশি। ট্রাফিক নিয়ন্ত্রণে নানা কৌশল অবলম্বন করছি। এসব বিষয়ে স্থানীয় পত্রিকার মাধ্যমে আমরা দ্রুত খবর জানতে পারি। চাঁদপুরে গঠনমূলক সংবাদ প্রকাশ হচ্ছে, যা আমাদের কাজকে আরও সহজ ও ফলপ্রসূ করছে।
আলোচনা পর্বে বক্তারা বলেন, গত দুই দশক ধরে দৈনিক চাঁদপুর প্রবাহ চাঁদপুরের উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ তুলে ধরে আসছে। স্থানীয় সংবাদ মাধ্যম হিসেবে এটি চাঁদপুরবাসীর আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। বক্তারা আরও বলেন, নিরপেক্ষতা, সত্যনিষ্ঠা ও জনকল্যাণকে ভিত্তি করে পত্রিকাটি সাংবাদিকতার মানদণ্ড স্থাপন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে আরও এগিয়ে যাবে দৈনিক চাঁদপুর প্রবাহ—এমনটাই প্রত্যাশা সকলের।
আলোচনা পর্বে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিমুল্লাহ সেলিম, সহ-সভাপতি শুক্কুর পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী ও মোশারফ হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আফতাব আহমেদ, সহযোগী অধ্যাপক আব্দুল কাবিল খান জামিল, সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হাবিব কাজল, চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, এনসিপির চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, উদয়ন শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত ও গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মির্জা জাকির ও রিয়াদ ফেরদৌস, প্রভাতী কাগজের সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, চাঁদপুর সংবাদপত্র এজেন্টের স্বত্বাধিকারী জসিম মেহেদী ও চাঁদপুর হকার্স সমাজকল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ।
চাঁদপুর প্রবাহ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান বার্তা সম্পাদক আল ইমরান শোভন, যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, মফস্বল সম্পাদক শাওন পাটোয়ারী, যুগ্ম বার্তা সম্পাদক শরীফুল ইসলাম, তালহা জুবায়ের, শাহরাস্তি উপজেলা প্রতিনিধি ফয়েজ আহমেদ, হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, মতলব দক্ষিণ প্রতিনিধি মিজানুর রহমান ও কচুয়া প্রতিনিধি সুজন পোদ্দার।
সবশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।