প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ২০:৫৯
ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ পরিদর্শন
নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা বানাতে হবে
----জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে এগিয়ে আনতে হবে। নারী ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। গ্রামের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে তাদেরকে বিভিন্ন কর্মসূচির আওতায় এনে তাদেরকে কাজে লাগাতে হবে। নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা বানাতে হবে। যেমন সেলাই, হাঁস মুরগির খামার, শাকসবজি চাষ ইত্যাদি। এজন্যে বীজ, সার, খাদ্য সহায়তা প্রদান করতে হবে।
|আরো খবর
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্বাস্থ্য সুরক্ষার জন্যে ইউনিয়নস্থ ক্লিনিকের সাথে যোগাযোগ বাড়াতে হবে, ঔষধের ব্যবস্থা রাখতে হবে। গ্রামের গরীব অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধার্থে তাদের ন্যায্য দাবি ন্যায় বিচার পাওয়ার জন্যে গ্রাম আদালত সক্রিয় করার ব্যাপারে আরো জোরদার হতে হবে। গ্রামে কোনো সালিসি বৈঠক করবেন না। গ্রাম আদালতে যেগুলোর বিচারিক কাজ করা সম্ভব, সেগুলো করতে হবে। গ্রাম আদালতের ব্যাপারে সকল মানুষের ধারণা থাকতে হবে। জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন গুলো সঠিকভাবে করতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, নিবন্ধিত জেলেদের চাল, খাদ্য বান্ধব চাল, ফ্যামিলি কার্ডধারীদের পণ্য সামগ্রীর সঠিক ব্যবস্থাপনা করতে হবে। গ্রামে অসংখ্য পানি নিষ্কাশনের খাল রয়েছে, এগুলো ভরাট হয়ে গেছে, পুনঃ খনন করে জলাবদ্ধতা নিরসনে কাজ করতে হবে, যাতে করে কৃষকের ধান সহ খাদ্যশস্যের ক্ষতি না হয়।
তিনি বলেন, মাদক, বাল্য বিবাহ, কিশোর গ্যাং এগুলো এখন এলাকায় বেশি, সভা সমাবেশ করে এগুলো দমাতে হবে। মাদক কারা বিক্রি করে, কারা সেবন করে এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। গ্রাম মহল্লাদারের কাজ কী? তারা এ ব্যাপারে কিছুই জানে না। তাদেরকে তাদের কাজ সম্বন্ধে ধারণা দিতে হবে। মাদক কারা বিক্রি ও সেবন করে এ ব্যাপারে তালিকা তৈরি করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্যের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধি করার লক্ষ্যে স্কুলে গিয়ে খোঁজ খবর নিতে হবে। মাদক, বাল্য বিবাহ ও কিশোর গ্যাং এদের বিরুদ্ধে প্রত্যেক এলাকায় গিয়ে সভা সমাবেশ করতে হবে। স্কুল কলেজে গিয়ে শিক্ষার্থীদের বুঝাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক, চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, গ্রাম আদালত সমন্বয়কারী আব্দুল মালেক, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা দেওয়ান আব্দুল ওহাব, আলআমিন কাজী, হিসাব সহকারী নিজামুদ্দিন সহ ইউপি সদস্যবৃন্দ, উদ্যোক্তাবৃন্দ ও মহল্লাদারবৃন্দ।