মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০২:৫০

র‌্যাব-১১-এর অভিযানে কুমিল্লা হতে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার

প্রেস রিলিজ
র‌্যাব-১১-এর অভিযানে কুমিল্লা হতে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গত ৫ আগস্ট ২০২৪ তারিখ হতে অদ্যাবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ২১৫ জন গ্রেফতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ আসামী ১ জন গ্রেফতার, আরসা সদস্য ১৫ জন গ্রেফতার, জঙ্গি ২ জন গ্রেফতার, হত্যা মামলায় ১৮২ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৮৭ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ২৬ জন গ্রেফতারসহ ১০৫টি অস্ত্র, ১৩৪৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৪১৭ জনের অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি ৭৬ জন অপহরণকারী গ্রেফতারসহ ৮২ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৮২ জন, জেল পলাতক ৩৯ জন, প্রতারণার আসামী ১৭ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ৪৮৯ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার পৃথক পৃথক অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাহপুর, চাঁনপুর ও অশোকতলা এলাকা হতে বিপুল পরিমাণ ভারতীয় চোরচালানকৃত পণ্য পন্ডস্ ফেস পাউডার ৩১০০ পিস, ৮৬ কার্টন সিগারেট (১৭২০০ পিস), ৬২ ক্যান বিয়ার, ৫০ বোতল স্কাফ, ০৮ গ্রাম হেরোইন, ১০ বোতল বিদেশী মদ ও অন্যান্য চোরাচালানকৃত পণ্য উদ্ধার করা হয়।

র‌্যাব-১১-এর মাদকবিরোধী ও চোরাচালানরোধের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়