প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৮:২৯
নবাগত ও বিদায়ী ইউএনওকে ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সংবর্ধনা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদগঞ্জ উপজেলা কমান্ড নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া ও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে নবাগত ও বিদায়ী ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারীর নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।
|আরো খবর
পরে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আবু তাহের, সদস্য সচিব দেলোয়ার হোসেন পাটওয়ারী, সদস্য আমির হোসেন মৃধা, প্রধান সমন্বয়ক হাবিলদার আবুল কালাম, সমন্বয়ক মোস্তাফিজুর রহমান, শাহ আলম, শফিকুর রহমান, নুরুল ইসলাম, আ. মান্নান, আবু তাহের, ইঞ্জিনিয়ার শাহআলম মৃধা ও আবু তাহের মিয়া।
বিদায়ী ইউএনও সুলতানা রাজিয়া তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাই আমি আমার কর্মকালে তাঁদের যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছি। আশা করছি, নতুন কমিটি তাঁদের গতিশীল নেতৃত্বের মাধ্যমে উপজেলার সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করবেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া তাঁর বক্তব্যে বলেন, আমি আপনাদের সহযোগিতা নিয়ে বিদায়ী স্যারের মতোই মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা করবো।