প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ২০:১৩
হরিণা নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে আটক ৯ জেলে

‘মা ইলিশ রক্ষা অভিযান ২০২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দিনরাত টহল অব্যাহত রেখেছে চাঁদপুরের হরিণা নৌ পুলিশ ফাঁড়ি। চলমান এ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে ৯ জেলেকে আটক করা হয়েছে। এসব জেলের বিরুদ্ধে মৎস্য আইনে ৬টি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
|আরো খবর
হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বোরহান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আরও জানান, গত ১১ দিনের অভিযানে ৩ লাখ ৫০ হাজার বর্গমিটার জাল, ১টি মাছ ধরার নৌকা এবং আনুমানিক ৩০-৪০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। এছাড়া তিনটি মোবাইল কোর্টের মাধ্যমে ৩ জন আসামিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, মা ইলিশ রক্ষা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক হরিণা নৌ পুলিশ ফাঁড়ির অভিযান মেঘনা নদীতে অব্যাহত রয়েছে।