প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ২৩:৩৯
মা ইলিশ রক্ষা অভিযান চলছে
বড় স্টেশনে গোপনে বরফ মজুদ ও বিক্রি করা হচ্ছে( ভিডিও সংযুক্ত)
|আরো খবর

ছবি : ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটের বরফ ব্যবসায়ী নুরু ইসলাম নুরার দোকানে গোপনে এভাবেই বরফ মজুদ ও বিক্রি করা হয়।
মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের কার্যক্রম চলছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এ অভিযান ৪ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময়ে সারা দেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বিক্রি ও বরফ বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
কিন্তু সরকারি নির্দেশ অমান্য করে চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ ঘাটে নুরু ইসলাম নুরা নামের এক ব্যক্তি তার দোকানে গোপনে বরফ বিক্রি করছেন—এমন অভিযোগ উঠেছে।
সংবাদকর্মীরা কয়েক দিন পূর্বে গোপনে পর্যবেক্ষণ করে দেখেন, প্রতিদিন ভোর ৬টা থেকে ৭টার মধ্যেই তার দোকানে বরফ বিক্রি শুরু হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রলার মালিক ও আড়তদাররা গোপনে সেখানে বরফ কিনতে আসে।
দুপুরে সংবাদকর্মীরা আকস্মিকভাবে তার দোকানে গিয়ে দেখেন, দোকানের ভেতরে বড়ো দুটি বরফের ব্লক বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে। কিন্তু বরফ ব্যবসায়ী নুরা বিষয়টি টের পেয়ে গা ঢাকা দিয়ে থাকেন। সংবাদকর্মীরা ছবি ও ভিডিও ধারণের সময় বরফগুলো ঢাকা অবস্থায় পাওয়া যায়। কিন্তু স্থান ত্যাগ করার পরপরই নুরু ইসলাম নুরা তাৎক্ষণিকভাবে বরফগুলো লুকিয়ে ফেলে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয় এক জেলে বলেন, “যখন বরফ পাওয়া যায়, তখন জেলেরা রাতের অন্ধকারে নদীতে নামার সাহস পায়।” এতে সরকারের সব উদ্যোগ ব্যর্থ হয়ে যায়।
এদিকে সচেতন মহল বলছে, সরকারি অভিযান চলাকালে বড় স্টেশনে গোপনে বরফ বিক্রি করা হচ্ছে—এটি অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসনের দ্রুত নজরদারি ও অভিযানের মাধ্যমে এ ধরনের অনিয়ম বন্ধ করা জরুরি।
আইন অমান্য করে বরফ বিক্রির প্রসঙ্গে মুঠোফোনে নুরার বক্তব্য নিতে গেলে তিনি বরফ সরিয়ে ফেলে বলেন, “আমার দোকানে কোনো বরফ নেই।” কিন্তু প্রতিবেদকের কাছে থাকা ভিডিও চিত্র ও ছবির কথা বললে তিনি বলেন, “আপনাদের ভিডিও ছবি দিয়ে যা খুশি তা করেন।”
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা, বিক্রি, মজুদ, পরিবহন ও বরফ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই অভিযানের সফল বাস্তবায়ন নির্ভর করছে প্রশাসনের কঠোর তদারকি ও জনগণের সচেতনতার ওপর।
ডিসিকে/এমজেডএইচ