প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ২১:১১
বিদায় সংবর্ধনায় ফরিদগঞ্জ পৌর প্রশাসক সুলতানা রাজিয়া
পৌর প্রশাসক হিসেবে চেষ্টা করেছি পৌরবাসীর আক্ষরিক উন্নয়নে কাজ করতে

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়াকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
|আরো খবর
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) দুপুরে পৌরসভা কার্যালয়ে পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খানের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর সহায়ক কমিটির সদস্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা প্রকৌশলী আবরার আহম্মদ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির, পৌরসভার কর আদায়কারী মাসুদ আলম, উচ্চমান সহকারী আসমা আক্তার পলি ও অফিস সহকারী শরীফ মৃধা।
পৌর প্রশাসক সুলতানা রাজিয়া তাঁর বক্তব্যে বলেন, পৌরসভার জন্যে একজন সার্বক্ষণিক পৌর প্রশাসকের প্রয়োজন-- পৌরসভার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমি এটা অনুভব করেছি। উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকলেও ফরিদগঞ্জ পৌরসভাটি আয়তনসহ নানা কারণে গুরুত্বপূর্ণ। আমি পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে যেয়ে চেষ্টা করেছি পৌরবাসীর আক্ষরিক উন্নয়নে কাজ করতে। বর্জ্য ব্যবস্থাপনা, নিজস্ব ভবন, সড়ক ও অবকাঠামোগত উন্নয়নসহ প্রতিটি কাজে টেকসই কাজ করার চেষ্টা করেছি। বর্জ্য ব্যবস্থাপনার জন্যে জমি ক্রয় প্রায় চূড়ান্ত। আশা করছি আমার উত্তরসূরি তা সম্পন্ন করার মাধ্যমে পৌরবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। পৌরসভায় বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। সেগুলো দৃশ্যমান হলে পৌর এলাকার উন্নয়নও দৃশ্যমান হবে।
তিনি বলেন, পৌরসভার কর্মকর্তাদের জনগণের সেবার দিকে আরো বেশি নজর দিতে হবে। উন্নয়ন কাজগুলোর বিষয়ে সাইনবোর্ড টানানো উচিত। যাতে জনগণ জানতে পারে পৌরসভায় কী কী উন্নয়ন কাজ হচ্ছে।