বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ২২:১৩

জনগণ নয়, এমপি হাঁটবে জনগণের পেছনে

— অ্যাড. শাহজাহান মিয়া

অনলাইন ডেস্ক
জনগণ নয়, এমপি হাঁটবে জনগণের পেছনে
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া গণসংযোগ করছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেছেন, দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে জনগণ এমপির পেছনে হাঁটতে হবে না, বরং এমপি জনগণের পেছনে হাঁটবে। জনগণের সুখ-দুঃখে, বিপদে-আপদে পাশে থেকে সেবা করাই হবে

রাজনীতির মূল লক্ষ্য।

তিনি বলেন, “এই দেশ ও জনগণ আমাদের নিজের। রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণের জন্যে, কোনো ব্যক্তি বা দলের ক্ষমতার জন্যে নয়। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে ন্যায়, সুবিচার, সততা ও আদর্শের রাজনীতি প্রতিষ্ঠিত হবে।

অ্যাডভোকেট শাহজাহান মিয়া আরও বলেন, আজ দেশের রাজনীতি জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। জনগণের ভোটে নির্বাচিত হয়েও অনেকেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু দাঁড়িপাল্লার প্রার্থী নির্বাচিত হলে তিনি জনগণের সঙ্গে থাকবেন, তাদের কণ্ঠস্বর হবেন, তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করবেন।

তিনি আরও বলেন, চাঁদপুরকে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতে হলে দুর্নীতি, বেকারত্ব ও মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। আমি নির্বাচিত হলে যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও শিক্ষা, স্বাস্থ্য, পানি ও সড়ক ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেবো।

বুধবার (৭ অক্টোবর ২০২৫) বিকেল থেকে তিনি পুরাণবাজার লোহারপুল থেকে গণসংযোগ শুরু করেন। পরে পুরাণবাজার মধুসূদন স্কুল, বউ বাজার, নতুন রাস্তা, ট্রাংক পট্টি, বাতাসা পট্টিসহ পুরাণবাজারের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালান।

অ্যাডভোকেট শাহজাহান মিয়ার সাথে ছিলেন চাঁদপুর শহর আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, চাঁদপুর জজকোর্টের আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মামুন হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁদপুর শহর শাখার সভাপতি আব্দুল হাই লাভলু, পৌরসভার ১০ নং ওয়ার্ডের আমীর গোলাম মাওলা, ১৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নান, ৭ নং ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদ খোকা, পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাতেন মিয়াজী, ১নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, ৩নং ওয়ার্ড সভাপতি ডাক্তার ইসমাইল হোসেন সিরাজী, ২নং ওয়ার্ড সভাপতি হাফেজ মোস্তফা, ৪নং ওয়ার্ড সভাপতি মো. কাউছার মিয়াজী, প্রচার সম্পাদক মো. মমিন মিয়াজীসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়