সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ২২:০২

নদীতে শিশু দিয়ে ইলিশ শিকার, আটক ২৪

অনলাইন ডেস্ক
নদীতে শিশু দিয়ে ইলিশ শিকার, আটক ২৪
ছবি সংগৃহীত ও প্রতিবেদন : মিজানুর রহমান

নদীতে শিশু দিয়ে মাছ ধরার নতুন কৌশল নিয়েছে চাঁদপুরের জেলেপাড়ার অনেক পরিবার। চলমান বাইশ দিনের মা ইলিশ রক্ষা অভিযানের মধ্যে শিশু জেলেরাও জাল-নৌকা নিয়ে নদীতে যাচ্ছে এবং ইলিশ শিকার করছে। এমন পরিস্থিতিতে বুধবার (৮ অক্টোবর ২০২৫) চাঁদপুর নৌ-পুলিশের অভিযানে ২৪ শিশুসহ ৩৮ জেলে আটক হয়। ছবিতে আটককৃত শিশু জেলেদের দেখা যাচ্ছে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ উৎপাদন বাড়াতে দেশের ৬টি অভয়াশ্রমে নদীতে মাছ ধরা বন্ধ করেছে সরকার। এই ২২ দিন সকাল-সন্ধ্যা অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগসহ প্রশাসন। এ বিশেষ অভিযানে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন এবং সংরক্ষণ নিষিদ্ধ থাকবে। কিন্তু কে শুনে কার কথা! একদিকে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী পালাক্রমে নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করছেন, অন্যদিকে প্রশাসনের অভিযান এড়িয়ে ইলিশ মাছ শিকার করছেন জেলেরা। তাতে শিশুরাও বাদ যাচ্ছে না। চাঁদপুরের পদ্মা-মেঘনায় এখন নিষেধাজ্ঞা অমান্য করে যেন ইলিশ ধরার উৎসব চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়