বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:২১

সেনাবাহিনীর পূজা মণ্ডপ পরিদর্শন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
সেনাবাহিনীর পূজা মণ্ডপ পরিদর্শন
চাঁদপুরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে সেনাবাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আজ মহা অষ্টমী। সোমবার ছিলো সপ্তমী পূজা।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করতে চাঁদপুর জেলার পুরো এলাকা ও উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে উপজেলার আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন অব্যাহত রয়েছে। অপারেশনাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন লেফটেনেন্ট জাবিদ হাসান। পরিদর্শনকালে সেনাবাহিনীর টহল টিম মণ্ডপ আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি বিষয় তুলে ধরেন। পাশাপাশি পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার আশ্বাস দেন।

ক্যাম্প কমান্ডার জানান, প্রতিটি মণ্ডপে নজরদারি বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে , যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন।

উল্লেখ্য, সেনাবাহিনী সাধারণত দুর্গাপূজার মতো উৎসবে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শন করে থাকে। এই পরিদর্শনের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে মণ্ডপে নিরাপত্তা জোরদার করে, মণ্ডপ কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করে এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে লক্ষ্য রাখে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়