প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা প্রশাসক
দেশে যুগান্তকারী উন্নয়ন করে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা
দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আজকে আমাদের আনন্দের দিন। আজ বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন। দেশের উন্নয়নে বাংলাদেশের জন্যে তাঁর অনেক প্রয়োজন। তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে সংগ্রাম করতে হয়, কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। আজকের অনুষ্ঠানে ছোট্টমনিরা নৃত্যের মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী কীভাবে কষ্ট করে, সংগ্রাম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের জীবন-মান অনেক বৃদ্ধি পেয়েছে। সকল শ্রেণী-পেশার মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট, সমুদ্রের তলদেশে টানেল নির্মাণ, বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু থেকে শুরু করে যুগান্তকারী উন্নয়ন করে চলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গৃহহীনরা ঘর পাচ্ছেন, সমাজের অসহায় মানুষরা পাচ্ছেন নানা সুযোগ-সুবিধা। আমরা আজকের এদিনে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনাকে অনেক ভালোবাসি।
|আরো খবর
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার)। তিনি বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৭৫তম জন্মদিন। আজ তাঁর জন্যেই উন্নয়নের ধারাবাহিকতায় দেশ এগিয়ে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংস্কৃতিকর্মী এম আর ইসলাম বাবু।
আলোচনা সভার পূর্বে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের উপদেষ্টা বিশিষ্ট লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার পরিবেশনায় গীতি আলেখ্য ‘আলোয় ভুবন ভরা’। এছাড়া জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক কোরাস গান। শিল্পী সোমা দত্তের পরিচালনায় নৃত্যধারার শিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় বিশ^জয়ী নন্দিত নেতা শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় জেলা শিশু একাডেমির পরিচালক কাউসার আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শহীদ পাটওয়ারী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি মুক্তা পীযূষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।